শিরোনাম
রাঙ্গামাটি, ১০ ডিসেম্বর, ২০২৩ (বাসস): মানবাধিকার দিবস উপলক্ষে জেলায় আজ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সবার জন্য স্বাধীনতা, সমতা ও ন্যায়বিচার এ প্রতিপাদ্যকে সামনে রেখে সকাল ১০টায় রাঙ্গামাটি জেলা প্রশাসন ও জাতীয় মানবাধিকার কমিশনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ, সিভিল সার্জন নীহার রঞ্জন নন্দী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: জাহিদুল ইসলাম, প্রতিবন্ধী স্কুলের সাধারণ সম্পাদক মো: নুরুল আফসার প্রমুখ।
আলোচনা সভার আগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।