শিরোনাম
ময়মনসিংহ, ১০ ডিসেম্বর ২০২৩ (বাসস) : জেলায় আজ নানা কর্মসূচির মধ্য দিয়ে ময়মনসিংহ মুক্ত দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের এই দিনে (১০ ডিসেম্বর) ময়মনসিংহ পাকিস্তানী হানাদার বাহিনীর দখলমুক্ত হয়।
এ উপলক্ষে আজ রোববার বেলা ১১টায় নগরীর ছোটবাজার মুক্তমঞ্চে কবুতর ও বেলুন উড়িয়ে সাত দিনব্যাপী অনুষ্ঠানমালা শুভ উদ্ধোধন করেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া।
এর আগে জাতীয় সঙ্গীত পরিবেশনের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্ত মঞ্চে এসে শেষ হয়।
এ সময় ময়মনসিংহের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মকসুদ চৌধুরী, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা ,জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম ও সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আ. রউফ, সাবেক কমান্ডার আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা ইউনুস তালুকদার, জিয়াউদ্দিন আহমেদ, সৈয়দ রফিকুজ্জামান, কামাল পাশা, ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রোববার সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্মৃতিচারণমূলক আলোচনাসভার আয়োজন করা হয়েছে।
এদিকে, জেলায় আজ মুক্তাগাছা মুক্ত দিবস উপলক্ষে বেলা ১১টায় বীর মুক্তিযোদ্ধারা এক বর্ণাঢ্য মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।