শিরোনাম
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ), ১১ নভেম্বর, ২০২৩ (বাসস) : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের জন্য সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের অংশগ্রহণে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
বিশ^বিদ্যালয়ের এপিএ সেলের আয়োজনে আজ সোমবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বিশ^বিদ্যালয়ের একাডেমিক ভবনের ৫০১ নং কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
বিশ^বিদ্যালয় প্রকৌশলী ইঞ্জিনিয়ার এস এম এস্কান্দার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ভাইস-চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. সৈয়দ সামসুল আলম ও ট্রেজারার বীরমুক্তিযোদ্ধা মো. মোবারক হোসেন।
সভায় বিশ^বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও করণীয় বিষয়ে নিজেদের মতামত ব্যক্ত করেন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও স্থানীয় সাংবাদিক প্রতিনিধিরা।
প্রধান অতিথির বক্তব্যে ভিসি বলেন, বিশ^বিদ্যালয় কখনো একদিনে প্রতিষ্ঠিত হয় না। সত্যিকারের বিশ^বিদ্যালয় গড়ে ওঠে একটু একটু করে। সেজন্য শিক্ষার্থী-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী সবাইকে স্বচ্ছতার সাথে কাজ করতে হবে। আমাদের মনে রাখতে হবে, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী স্মার্ট হলে শিক্ষার্থীরা যেমন স্মার্ট হবে, তেমনি আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য অর্জন হবে।’