বাসস
  ১১ ডিসেম্বর ২০২৩, ১৮:৩১

কুষ্টিয়া মুক্ত দিবস পালিত

কুষ্টিয়া, ১১ ডিসেম্বর, ২০২৩ (বাসস) : আজ ১১ ডিসেম্বর কুষ্টিয়া মুক্ত দিবস। ১৯৭১ সালের এইদিনে জেলার চৌড়হাসে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধা ও মিত্রবাহিনীর যুদ্ধ শেষে কুষ্টিয়াকে স্বাধীন ও শত্রু মুক্ত করা হয়। দিবসটি উপলক্ষে জেলায় আজ নানা কর্মসূচি পালন করা হয়। 
সকাল ৯টায় কুষ্টিয়া জেলা প্রশাসক চত্বরে জাতীয় স্মৃতিস্তম্ভে ও বঙ্গবন্ধু ভাষ্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন কুষ্টিয়া জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজা। এরপর জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদসহ সরকারি-বেসরকারি দপ্তরের পক্ষ থেকে জাতীয় স্মৃতিস্তম্ভে ও বঙ্গবন্ধু ভাষ্কর্যে ফুলদিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।  
সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নেতৃত্বে একটি বিজয় মিছিল বের করা হয়। মিছিল শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।