বাসস
  ১৩ ডিসেম্বর ২০২৩, ১০:১০
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩, ১০:১২

বরিশালে শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের প্রস্তুতি সম্পন্ন

বরিশাল, ১৩ ডিসেম্বিবর, ২০২৩ (বাসস) : কাল বিনম্র শ্রদ্ধায় বরিশালে পালিত হবে শহীদ বুদ্ধিজীবী দিবস। দিবসের প্রথম প্রহরে নগরীর বান্টধ রোডস্থ টর্চার সেল ও বধ্যভূমিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবে বরিশাল জেলা ও মহানগরের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দিনভর নানান কর্মসূচির আয়োজন করেছে প্রশাসনের পক্ষ থেকে।
দিবসের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে টর্চারসেল ও বধ্যভূমিতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন জেলা ও মহানগন আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সকাল থেকে জেলা ও বিভাগীয় প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা ও মহানগর বিএনপি, বরিশাল শিক্ষা বোর্ডসহ বিভিন্ন রাজনৈতিক ও সমাজিক-সাংস্কৃতিক সংগঠন পর্যায়ক্রমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবে।