শিরোনাম
বান্দরবান, ১৩ ডিসম্বের, ২০২৩ (বাসস): বান্দরবানে মহান বিজয় দিবস উপলক্ষ্যে র্যালী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য এই র্যালীটি বের করা হয়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
প্রধান অতিথি হিসেবে র্যালীর নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মো. ফজলুর রহমান।
উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী, সাধারণ সম্পাদক মো. মুজিবুর রশিদ, নির্বাহী সদস্য রুপন কুমার দত্ত, প্রেসক্লাবের সাবেক সভাপতি মনিরুল ইসলাম মনু এবং বান্দরবান সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সম্পদ বড়–য়া।