শিরোনাম
যশোর, ১৪ ডিসেম্বর (বাসস): শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আজ জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ করল যশোরবাসী। একাত্তরের মহান মুক্তিযুদ্ধে বিজয়ের ঊষালগ্নে দেশের শ্রেষ্ঠ সন্তানদের হারানোর দুঃসহ যন্ত্রণার দিন আজকের এই ১৪ ডিসেম্বর।
শোকাবহ এদিনটিতে নানান আয়োজনে যশোরবাসী শ্রদ্ধাভরে স্মরণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের। শহরের শংকরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা জানিয়েছে জেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার সকালে প্রথমেই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান ডিসি আবরাউল হাছান মজুমদারের নেতৃত্বে জেলা প্রশাসন। এরপর পর্যায়ক্রমে শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পুলিশ, জেলা আনসার ও ভিডিপি, জেলা পরিষদ, সিভিল সার্জন অফিস, শিক্ষা অফিস, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাসপোর্ট অফিস, প্রাথমিক শিক্ষা অফিস, এলজিইডি, প্রাণিসম্পদ অফিস, জেলা স্কুল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জাসদ, কৃষিবিদ ইন্সিটিটিউশন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড, ২৫০ শয্যা জেনারেল হাসপাতালসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান এবং সংগঠনের সদস্যরা।