শিরোনাম
মেহেরপুর, ১৪ ডিসেম্বর, ২০২৩ (বাসস): আলোচনাসভা ও গণ কবরে পুস্পমাল্য অর্পণসহ বিভিন্ন কর্মসুচির মাধ্যমে মেহেরপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
আজ বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শহিদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ শামীম হাসান। সিনিয়র সহকারী কমিশনার মোছাঃ রনী খাতুনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম, সিভিল সার্জন ডা. মহীউদ্দিন আহমেদ, মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জমির মো. হাসিবুস সাত্তার, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শামীম হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মু. তানভীর হাসান রুমান, বীরমুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আব্দুল মালেক, আব্দুল হালিম, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি হাসানুজ্জামান মালেক, জেলা তথ্য অফিসার আবদুল্লাহ আল মামুন প্রমুখ।
এর আগে গণ কবরে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক মো. শামীম হাসান। জেলা আওয়ামী লীগ, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট, জেলা পরিষদ ও বিভিন্ন সামাজিক সংগঠনও গণকবরে পুষ্পমাল্য অর্পণ করে।