বাসস
  ১৫ ডিসেম্বর ২০২৩, ১৭:২৭

নওগাঁয় স্মার্ট বাংলাদেশ ২০৪১ সাংস্কৃতিক অভিযাত্রা বিষয়ক আলোচনা সভা

নওগাঁ, ১৫ ডিসেম্বর, ২০২৩ (বাসস) : স্মার্ট বাংলাদেশ ২০৪১ সাংস্কৃতিক অভিযাত্রা বিষয়ক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ নওগাঁয় অনুষ্ঠিত হয়েছে। 
জেলা শিল্পকলা একাডেমির নিজস্ব মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে গণজাগরণ শিল্প আন্দোলন। শুক্রবার বিকাল ৪টায় জেলা কালচারাল অফিসার মোঃ তাইফুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিল্টন চন্দ্র রায়। 
এতে মুখ্য আলোচক ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ শরিফুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন নওগাঁ আবৃত্তি পরিষদের সভাপতি ডাক্তার ময়নুল হক দুলদুল ও প্রেসক্লাবের সভাপতি মো. কায়েস উদ্দিন। 
পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন জেলা শিল্পকলা একাডেমির শিক্ষার্থীসহ শহরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কলাকুশলীরা। এসময় তারা নৃত্য, আবৃত্তি ও সংগীত পরিবেশন করেন।