বাসস
  ১৫ ডিসেম্বর ২০২৩, ১৮:২৫
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ১৮:৫৮

জাতির পিতার সমাধিতে বিটিআরসি চেয়ারম্যানের শ্রদ্ধা

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ), ১৫ ডিসেম্বর, ২০২৩ (বাসস): গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নবনিযুক্ত চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ। 
আজ শুক্রবার দুপুরে তিনি টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধি সৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। কিছু সময় বেদির পাশে নীরবে দাঁড়িয়ে থেকে মহান এ নেতার প্রতি গভীর সম্মান প্রদর্শন করেন তিনি।
পরে পবিত্র ফাতেহা পাঠ করেন এবং বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্ম উৎসর্গকারী ৩০ লাখ শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন। বিটিআরসির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।
এসময় তিনি টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধিসৌধের প্রশাসনিক ভবনে যান। সেখানে বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত স্থানসমূহও পরিদর্শন করেছেন বিটিআরসি চেয়ারম্যান।