শিরোনাম
ঢাকা, ১৫ ডিসেম্বর, ২০২৩ (বাসস) : ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জে আমিন কর্পোরেশন নামে একটি প্যাকেজিং কারখানাতে অগ্নিকান্ড ঘটেছে।
আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার বাস্তা ইউনিয়নের ধলেশ্বরী টোল প্লাজা সংলগ্ন এলাকায় আমিন কর্পোরেশন নামক প্যাকেজিং কারখানাতে মেশিন অতিরিক্ত মাত্রায় গরম হয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরবর্তীতে প্যাকেজিং কারখানায় রক্ষিত কেমিক্যালের ড্রামে অগ্নিকা- ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিস কেরানীগঞ্জ উপজেলার ২টি ইউনিট, কেন্দ্রীয় কারাগারের স্যাটেলাইট ইউনিট, পোস্তগোলা ফায়ার সার্ভিসের ২টি ইউনিটসহ মোট ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
এই কারখানায় ৪০০ থেকে ৪৫০ শ্রমিক কর্মরত আছেন বলে জানা গেছে । প্যাকেজিং কারখানার মেশিনারিজ, বিভিন্ন যন্তাংশ ও কেমিক্যাল পুড়ে গেছে ।
কেরানীগঞ্জ ফায়ার স্টেশনের ডিউটি অফিসার আশরাফুল আলম জয় বাসসকে জানান- এখনো হতাহতের ঘটনা জানা যায়নি এবং ক্ষয়ক্ষতির পরিমাণের সুনির্দিষ্ট তথ্য এখনো বলা যাচ্ছে না। এখন পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
এ ঘটনায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন, দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ ও এলাকাবাসী।