বাসস
  ১৬ ডিসেম্বর ২০২৩, ১০:০৬

চুয়াডাঙ্গায় মহান বিজয় দিবস উদযাপিত 

চুয়াডাঙ্গা , ১৬ ডিসেম্বর ২০২৩,(বাসস): জেলায়  আজ  মহান বিজয় দিবস গভীর শ্রদ্ধাভরে উদযাপন করা হচ্ছে।
 ভোর ৬টায় শহীদ হাসান চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। এরপর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জেয়ার্দ্দার ছেলুন। এসময় জেলা প্রশাসক ড.কিসিঞ্জার চাকমা, পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, জেলা পরিষদ ও রেডক্রিসেন্ট ইউনিটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা পুষ্পস্তবক অর্পণ করেন। এর আগে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এসময় জাতীয় পতাকা উত্তোলন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন ও দলীয় পতাকা উত্তোলন করেন জেলা আওয়ামী লীগের সাংগনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান। সকাল সাড়ে ৮টায় পুরাতন স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন,কবুতর অবমুক্ত ও পাতাকা উত্তোলন ও বিজয় দিবসের কুচকাওয়াজ পরিদর্শন করেন জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা ও পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান। এসময় স্টেডিয়ামে জেলা প্রশাসন, আওয়ামী লীগসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।