বাসস
  ১৬ ডিসেম্বর ২০২৩, ১৮:৫৯

ময়মনসিংহ প্রেসক্লাবের উদ্যোগে ‘বর্ষসেরা সাংবাদিক- ২০২২’ পুরস্কার প্রদান

ময়মনসিংহ, ১৬ ডিসেম্বর, ২০২৩ (বাসস): ময়মনসিংহ প্রেসক্লাবের উদ্যোগে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৭ জন সাংবাদিককে ‘বর্ষসেরা সাংবাদিক পুরস্কার-২০২২’ প্রদান করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে ‘বর্ষসেরা সাংবাদিক পুরস্কার’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক।
এতে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি ও জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।
এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- বিএফইউজের সাবেক সভাপতি ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল, বিএফইউজে’র কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, এপি’র বাংলাদেশ বুরে‌্যা প্রধান জুলহাস আলম, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউল করিম খোকন, প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোশারফ হোসেন, প্রেসক্লাবের সহ-সভাপতি এ জেড এম ইমাম উদ্দিন মুক্তা ও বর্ষসেরা সাংবাদিক পুরস্কার প্রদান উপ-কমিটির আহবায়ক হোসাইন শাহিদ। অনুষ্ঠান পরিচালনা করেন-প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত দে।
পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকরা হচ্ছেন- প্রিন্ট মিডিয়ায় জনকন্ঠের নেত্রকোনা নিজস্ব সংবাদদাতা সঞ্জয় সরকার, প্রথম আলোর শেরপুর জেলা প্রতিনিধি দেবাশীষ সাহা রায়, প্রথম আলোর জামালপুর জেলা প্রতিনিধি আব্দুল আজিজ ও ইলেক্ট্রনিক মিডিয়ার ময়মনসিংহ জেলার মাছরাঙ্গা টিভির প্রতিনিধি শরীফুজ্জামান টিটু, চ্যানেল টুয়েন্টিফোর টিভির শেরপুর জেলা প্রতিনিধি ইমরান হাসান রাব্বী, যমুনা টিভির শেরপুর স্টাফ রিপোর্টার মো. আদিল মাহমুদ উজ্জল, চ্যানেল টুয়েন্টিফোর টিভির ময়মনসিংহ স্টাফ রিপোর্টার সুলতান মাহমুদ কনিক।
অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ তুলে দেয়া হয়।