বাসস
  ১৬ ডিসেম্বর ২০২৩, ২০:৫৯
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৩, ২২:১১

আইন সমিতির সভাপতি শাহনেওয়াজ ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান    

ঢাকা, ১৬ ডিসেম্বর, ২০২৩ (বাসস): বাংলাদেশ আইন সমিতির কার্যকরী সংসদে সভাপতি নির্বাচিত হয়েছেন সুপ্রীমকোর্টের অ্যাডভোকেট মন্জুর মোহাম্মদ শাহনেওয়াজ টিপু ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন।   
গতকাল শুক্রবার বার্ষিক সম্মেলনে আগামী এক বছরের জন্য এই কার্যকরী সংসদ নির্বাচন করা হয়। 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজী মোতাহার হোসেন (সায়েন্স এ্যানেক্স) ভবন চত্বরে প্রতি বছরের ন্যায় বাংলাদেশ আইন সমিতির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। 
বাংলাদেশের  প্রধান বিচারপতি  ওবায়দুল হাসান উক্ত বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 
এছাড়া  বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগের সাবেক বিচারপতি মির্জা হোসেইন হায়দার, বাংলাদেশ সুপ্রীমকোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দার, আইন ও বিচার বিভাগের সচিব গোলাম সারোয়ার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন  অধ্যাপক ড. সীমা জামান। 
দিনব্যাপী সম্মেলন শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমিতির ৩৭তম বার্ষিক সম্মেলনের সামপ্তি হয়। 
সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মোল্লা মো. আবু কাওছার এতে স্বাগত বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অ্যাডভোকেট মন্জুর মোহাম্মদ শাহনেওয়াজ টিপু।
 উক্ত অনুষ্ঠান উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যলয়ের উপাচার্য অধ্যাপক ড. এ, এস, এম, মাকসুদ কামাল। 
অনুষ্ঠানে বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতিবৃন্দ, সচিবগণ, জেলা জজবৃন্দ, উচ্চপদস্থ ব্যক্তিবর্গ, আইনজীবীগণ এবং অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।