বাসস
  ১৭ ডিসেম্বর ২০২৩, ১৬:৪৮

হবিগঞ্জের মাধবপুরে স্টার সিরামিক ফ্যাক্টরিতে অগ্নিকান্ড

হবিগঞ্জ, ১৭ ডিসেম্বর, ২০২৩ (বাসস) : জেলার হবিগঞ্জের মাধবপুরে স্টার সিরামিক ফ্যাক্টরিতে অগ্নিকন্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দুইঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে জানা যায়নি।
স্থানীয়রা জানান, আজ সকাল সাড়ে ৯টায় কোম্পানির ক্যামিকেল গোডাউনের মৌল্ডিং ডিজাইন সেকশনে হঠাৎ করে আগুনের সুত্রপাত দেখতে পায় শ্রমিকরা। মূহুর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ, মাধবপুরের সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুইঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। তকে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
শায়েস্তগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম জানান, আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। তিনি বলেন- কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা তদন্ত শেষে জানা যাবে। এছাড়া কি পরিমাণ ক্ষতি হয়েছে এই মুহুর্তে নির্ধারণ করা যাচ্ছে না।