বাসস
  ১৭ ডিসেম্বর ২০২৩, ১৭:৫৬

‘বিজয় দিবস ২০২৩’ উদযাপনে আইসিটি বিভাগে আলোচনা সভা অনুষ্ঠিত

ঢাকা, ১৭ ডিসেম্বর, ২০২৩ (বাসস) : মহান বিজয় দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে আজ রোববার এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আগারগাঁওস্থ আইসিটি টাওয়ারে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে আইসিটি বিভাগের সচিব মোঃ সামসুল আরেফিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক রনজিৎ কুমার, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক জি এস এম জাফরউল্লাহ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক মো. মোস্তফা কামাল এবং আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব নাভিদ শফিউল্লাহ।
সভাপতির বক্তৃতায় আইসিটি সচিব মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শে উদ্বুদ্ধ হয়ে স্মার্ট সিটিজেন, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট ইকোনমি এবং স্মার্ট সোসাইটি- এ ৪টি স্তম্ভের ওপর ভিত্তি একটি সাশ্রয়ী, টেকসই, উদ্ভাবনী, বুদ্ধিদীপ্ত ও জ্ঞাননির্ভর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখতে উপস্থিত কর্মকর্তাগণসহ সকলের প্রতি আহ্বান জানান।
পরে মুক্তিযুদ্ধে শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।