শিরোনাম
ঢাকা, ১৭ ডিসেম্বর, ২০২৩ (বাসস) : আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা একদিন পিছিয়ে সোমবারের পরিবর্তে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে।
আজ রোববার আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানান হয়েছে।
এতে বলা হয়েছে, কুয়েতের আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় আগামীকাল সোমবারের পরিবর্তে মঙ্গলবার দুপুর ২টা ৩০ মিনিটে আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা সোহরাওয়ার্দী উদ্যানের সামনে থেকে শুরু হয়ে ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু ভবনের সামনে গিয়ে শেষ হবে।