শিরোনাম
গাজীপুর, ১৯ ডিসেম্বর, ২০২৩ (বাসস): মহান বিজয় দিবস উপলক্ষে গাজীপুরে জেলা পুলিশের উদ্যোগে অবসরপ্রাপ্ত বীরমুক্তিযোদ্ধা পুলিশ সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুরের পুলিশ সুপার কাজী শফিকুল আলম।
গাজীপুর পুলিশ লাইন্সে সোমবার বিকেলে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে ৫২ জন অবসরপ্রাপ্ত বীরমুক্তিযোদ্ধা পুলিশ সদস্য অথবা তাদের পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ ছানোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম রব্বানীসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণকারী সব অবসরপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের প্রথমে ফুল দিয়ে বরণ করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে কয়েকজন অবসরপ্রাপ্ত বীরমুক্তিযোদ্ধা পুলিশ সদস্য বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বীরমুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও তাদের পরিবারের সদস্যদের হাতে পুলিশ সুপার শুভেচ্ছা উপহার প্রদান করেন।