বাসস
  ১৯ ডিসেম্বর ২০২৩, ১৪:০৯

নোয়াখালীতে পুলিশের উপর হরতালকারীদের ইট-পাটকেল নিক্ষেপ: গ্রেপ্তার ৩

নোয়াখালী, ১৯ ডিসেম্বর, ২০২৩(বাসস): জেলার বেগমগঞ্জে আজ হরতালকারীদের মিছিল থেকে পুলিশের উপর ইট-পাটকেল নিক্ষেপ করে। এসময় মিছিলকে ধাওয়া করে পুলিশ সেখান থেকে বিএনপি ও যুবদলের তিন নেতাকে গ্রেপ্তার করেছে।  সকাল পৌনে ১০টার টার দিকে উপজেলার চৌমুহনী পূর্ব বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।   
গ্রেপ্তারকৃতরা হলেন- চৌমুহনী পৌরসভা বিএনপির প্রচার সম্পাদক কফিল উদ্দিন সুফল, চৌমুহনী পৌরসভার ৩নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. সোহেল ও যুবদল নেতা মো. জহিরুল ইসলাম ওরফে সুমন। 
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আগের মামলা রয়েছে। 
সূত্র জানায়, বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা হরতালের সমর্থনে বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাক্ষা চন্দ্র দাসের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি চৌমুহনী পৌরসভার ব্যাংক রোড থেকে বের হয়ে কাছারি বাড়ি মসজিদ মোড়ে যাওয়ার সময় পুলিশ বাধা দিলে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মিদের সঙ্গে বাকবিত-া হয়। পরে তারা পুলিশের উপর ইট-পাটকেল নিক্ষপ করতে থাকে। এক পর্যায়ে পুলিশ ধাওয়া দিয়ে মিছিলটি ছএভঙ্গ হয়ে যায়।এসময় বিএনপির তিন নেতাকে গ্রেপ্তার করে পুলিশ।