বাসস
  ১৯ ডিসেম্বর ২০২৩, ১৮:০৬

গুলিস্তানে যাত্রীবাহী বাসে আগুন

ঢাকা, ১৯ ডিসেম্বর, ২০২৩ (বাসস) : রাজধানীর গুলিস্তানে জিপিওর সামনে একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। 
আজ দুপুরে মালঞ্চ পরিবহনের  ওই বাসে অগ্নিসংযোগ করা হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারি পরিচালক (মিডিয়া সেল) শাহজাহান শিকদার বাসসকে এ তথ্য  নিশ্চিত করেছেন। 
তিনি বলেন, আজ দুপুর ১টা ৪ মিনিটের দিকে গুলিস্তানে বাসে অগ্নিসংযোগের খবর পায় ফায়ার সার্ভিস । পরে সিদ্দিকবাজার  ফায়ার স্টেশনের প্রথম ইউনিট ১টা ৮ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরবর্তীতে আরো একটি  ইউনিট পাঠানো হয়। ফায়ার সার্ভিসের  দুটি ইউনিটের কর্মীরা দুপুর সোয়া ১টার দিকে মালঞ্চ বাসের আগুন নির্বাপন করে। তবে এই অগ্নিসংযোগের ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।