শিরোনাম
কুষ্টিয়া, ২১ ডিসেম্বর, ২০২৩ (বাসস) : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, নির্বাচন কেন্দ্র করে কেউ যদি ষড়যন্ত্র বা কোন সন্ত্রাসী বা সাংঘর্ষিক কর্মকা- করে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে।
আজ বৃহস্পতিবার বেলা ২টায় কুষ্টিয়ার ভাদালিয়া বাজারে নির্বাচনী পথসভায় যোগ দিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
মাহবুব উল আলম হানিফ বলেন, উৎসবমুখর নির্বাচন শুরু হয়েছে। এটি ধরে রাখতে সবাইকে শান্তিপূর্ণভাবে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে।
বিএনপির আন্দোলন প্রসঙ্গে হানিফ বলেন, এসব সন্ত্রাসী কর্মকান্ডের কারনে বিএনপি একদিন জনগণের মন থেকে মুছে যাবে।
এসময় কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আসগর আলীসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।