শিরোনাম
সিলেট, ২১ ডিসেম্বর, ২০২৩ (বাসস) : সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ১০ দিনের শীতকালীন ছুটি শুরু হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান জানিয়েছেন, আজ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত মোট ১০ দিন (শাবিপ্রবি) ক্যাম্পাস বন্ধ থাকবে।
তিনি বলেন, শীতকালীন ছুটি উপলক্ষে ২১ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব দাপ্তরিক কাজ ও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। আগামী ৩১ ডিসেম্বর থেকে যথারীতি অফিস ও ক্লাস-পরীক্ষা শুরু হবে।
এদিকে, ক্যাম্পাস বন্ধ থাকলেও আবাসিক হল খোলা থাকবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের হল প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভাপতি অধ্যাপক মিজানুর রহমান খান।