বাসস
  ২১ ডিসেম্বর ২০২৩, ২০:২৯

সিলেটে তৃণমূল বিএনপি'র প্রার্থী শমসের মুবিন চৌধুরীর নির্বাচনী কার্যালয় উদ্বোধন

সিলেট, ২১ ডিসেম্বর, ২০২৩ (বাসস) : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে তৃণমূল বিএনপির মনোনীত প্রার্থী তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মুবিন চৌধুরী (বীর বিক্রম) এর সোনালী আঁশ প্রতীকের নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে সিলেটের গোলাপগঞ্জের পৌর শহরে এ কার্যালয় উদ্বোধন করা হয়।
এসময় তৃণমূল বিএনপি'র চেয়ারপার্সন ও সাবেক কূটনীতিক শমসের মুবিন চৌধুরী বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উৎসবমুখর হবে বলে আশাবাদ ব্যক্ত করে বলেন, মানুষ পরিবর্তন চায়, আর এ হাওয়া তৃণমূল বিএনপির দিকে ঝুঁকবে। প্রশাসন নিরপেক্ষ থাকলে তৃণমূল বিএনপির প্রার্থী জয়লাভ করবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন। 
তিনি আরও বলেন, মানুষ অধীর আগ্রহ নিয়ে ভোট প্রদানের জন্য অপেক্ষা করছে। ভোটের দিন লাইনে দাঁড়িয়ে নারী-পুরুষ ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হিসেবে আমাকে ভোট দিয়ে বিজয়ী করবে। এসময় তৃণমূল বিএনপির উপজেলা শাখার আহবায়ক ছানা মিয়াসহ দলের বিপুল সংখ্যক নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। পরে তিনি গোলাপগঞ্জ পৌর শহরে গণসংযোগ ও লিফলেট বিতরণ করে জনগণের কাছে ভোট প্রার্থনা করেন।