বাসস
  ২২ ডিসেম্বর ২০২৩, ২০:২৭

টাঙ্গাইলে দুই মোটরসাইকেল আরোহী নিহত

টাঙ্গাইল, ২২ ডিসেম্বর ২০২৩ (বাসস): জেলার কালিহাতী উপজেলায় আজ ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তবে, এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
আজ শুক্রবার বিকালে কালিহাতি উপজেলার হাতিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে একটি মোটরসাইকেল যোগে তিনজন আরোহী হাতিয়া রেলক্রসিং পারাপার হওয়ার সময় চিত্রা এক্সপেস ট্রেনের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। একজনকে গুরুতর অবস্থায় চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।
এ বিষয়ে টাঙ্গাইলে রেল পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আকবর হোসেন জানান, দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা গেছেন। তবে এখনও নিহতদের পরিচয় পাওয়া যায়নি, পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।