বাসস
  ২২ ডিসেম্বর ২০২৩, ২৩:০৮

উত্তরায় শহীদ মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে

ঢাকা, ২২ ডিসেম্বর, ২০২৩ (বাসস) : রাজধানীর উত্তরায় শহীদ মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নির্মাণাধীন মালামালে (টিনসেডে) লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।  
খবর পেয়ে ফায়ার সার্ভিসের উত্তরা স্টেশনের দু’টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাত ৮ টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
আজ রাত ৯ টায় ফায়ার সার্ভিসের সদরদপ্তরের ডিউটি অফিসার রাকিবুল হাসান বাসস’কে জানান, আজ শুক্রবার রাত পৌনে ৮ টায় উত্তরা পশ্চিম থানার ১১ নং সেক্টর, রোড-১০ বি, শহীদ মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরে নির্মাণাধীন মালামালে আগুন লাগে। এতে বেশ কিছু মালামাল পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস আরও জানায়, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষরিত পরিমাণ জানা যায়নি। এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।