শিরোনাম
বগুড়া, ২৩ ডিসেম্বর, ২০২৩ (বাসস) : বগুড়া জেলা প্রশাসনের আয়োজনে বগুড়া রেলওয়ে ষ্টেশনে শুক্রবার রাত সাড়ে ১১টার ভাসামান গরীব ,দুস্থ অসহায় শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন প্রধান অতিথি বগুড়া জেলা প্রশাসক মো: সাইফুল ইসলাম।
এ সময় প্রধান অতিথি জানান ,শীতে দরিদ্র মানুষ যাতে কষ্ট না পায় তার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার থেকে প্রাপ্ত কম্বল দেয়া হচ্ছে। প্রতি বছরের মত এ বছরেও দরিদ্র , দুস্থ অসহায় শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হচ্ছে। আরো বরাদ্দ পেলে শীতার্তদের শীতবস্ত্র বিতরণ করা হবে। এ সময় ৫শ’ মহিলা ও পুরুষদের মাঝে কম্বল দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আল মারুফ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) আফসানা ইয়াসমিন,জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা গোলাম কিবরিয়া প্রমুখ।