বাসস
  ২৩ ডিসেম্বর ২০২৩, ১৮:২৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

বগুড়া, ২৩ ডিসেম্বর, ২০২৩ (বাসস) : জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শনিবার সকাল সাড়ে ৯টায় বগুড়া সদরের পালশা এলাকার ঢাকা-রংপুর মহাসড়কে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী মোকাদ্দেছ হোসেন (২২) নামের এক যুবক নিহত হয়েছেন।
নিহত মোকাদ্দেছ দিনাজপুরের হাকিমপুর উপজেলার ছোট ডাংগাপাড়া এলাকার সোহরাব আলীর ছেলে। এছাড়া আহতের নাম ইমরান হোসেন। তিনি দিনাজপুর জেলার  হাকিমপুর উপজেলার  ফজর আলীর ছেলে।
 নন্দীগ্রাম কুন্দার হাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি আব্বাস আলী জানান, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে মোটরসাইকেল যোগে মহাসড়কে উঠার সময় ঢাকাগামী একটি মোটর সাইকেল আরোহীকে দ্রুতগতির ট্রাক(ঢাকা মেট্রো উ ১৪-২৯৬১)  চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায এবং অপরজন গুরুতর আহত হন।  নিহতের মৃতদেহ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে আছে। তার স্বজনদের কাছে মৃত দেহ হস্তান্তর করা হবে। ট্রাকাটিও পুলিশ হেফাজতে আছে। আহত  ইমরানকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা আশংকাজনক।
এদিকে গত শুক্রবার রাত ৯টার দিকে শহরের তিনমাথা-কাহালু সড়কের বীরকেদার এলাকাই গাছের মোটর সাইকেলর নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কায় অলিউর রহমান জুয়েল নামের ২০ বছরের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ অপর দুই জন আহত হয়েছেন। তাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।  
কাহালু থানার ওসি সেলিম রেজা জানান,   মৃত জুয়েল  শহরের সুত্রাপুর রিয়াজ কাজী লেন এলাকার মরহুম আব্দুল মান্নানের ছেলে ।আহত দুজনের মধ্যে সোহান এখনও সংজ্ঞাহীন।এ ব্যাপারে আইনত ব্যবস্থা নেয়া হচ্ছে।