বাসস
  ২৪ ডিসেম্বর ২০২৩, ১৫:১৬

নির্বাচনে কোনো প্রার্থীকেই ছোট করে দেখার কোন অবকাশ নেই : পররাষ্ট্রমন্ত্রী 

সিলেট, ২৪ ডিসেম্বর, ২০২৩ (বাসস): পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আসন্ন নির্বাচনে কোনো প্রার্থীকেই ছোট করে দেখার কোন অবকাশ নেই, আওয়ামী লীগ গণতন্ত্র ও প্রতিদ্বন্দ্বিতায় বিশ্বাসী। তাই আগামী নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতাপুর্ণ।
তিনি শনিবার (২৩ ডিসেম্বর) রাতে সিলেট নগরীর কুমারগাঁও-এ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিজ নির্বাচনী এলাকা সিলেট সদর উপজেলার নির্বাচনী কার্যালয় উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।
এ সময় ড. মোমেন বলেন, যারা নির্বাচন বানচাল করতে চায় তারা সন্ত্রাসী। আগামী ৭ জানুয়ারি সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে তাদেরকে জবাব দিতে হবে। এজন্য ভোটরদেরকে দলে দলে উৎসবমুখর পরিবেশে ভোট দেবার আহবান জানান তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়াতে তৃণমূল নেতাকর্মীদের আহবান জানিয়ে বলেন, এখন সবখানে নির্বাচনী জোয়ার উঠেছে। উৎসবমুখর পরিবেশে মানুষ ভোট দিতে যাবে। সিলেটের অধিকাংশ আসনেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিজয় আমরা দেখতে চাই, এলক্ষ্য নিয়ে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সদর উপজেলা আওয়ামী সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হিরণ মিয়ার সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
এতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সস্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আশফাক আহমদ, অধ্যক্ষ সুজাত আলী রফিক, উপ-দফতর সম্পাদক মো. মজির উদ্দিন, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি জগদীশ চন্দ্র দাশ, এডভোকেট আফছর আহমদ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মিল্লাত চৌধুরী, জেলা পরিষদের সাবেক সদস্য মোহম্মদ শাহানুর , মোগলগাও ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশিক মিয়া, খাদিমনগর  আওয়ামী লীগের সভাপতি তেরা মিয়া, খাদিমপাড়া আওয়ামী লীগের  সভাপতি আজম আলী, হাটখোলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  আব্দুর রহমান, টুকের বাজার আওয়ামী লীগের তোফায়েল আহমদ, সদর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা আক্তার, সদর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মো. শাহজাহান, সদর তাঁতী লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন সুমন, জিএস ফারুক আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।