শিরোনাম
লক্ষ্মীপুর, ২৫ ডিসেম্বর, ২০২৩ (বাসস) : জেলায় উৎসবমুখর পরিবেশে খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উদযাপন করা হয়েছে। রোববার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে জেলা শহরের সাহাপুর এলাকায় এস.টি জোসেফ চার্চ প্রাঙ্গণে কেক কাটা হয়। এর আগে গির্জায় প্রার্থনা পরিচালনা করেন ফাদার জেরম ডি রোজারিও৷
যীশু খ্রিষ্টের জন্মদিন উপলক্ষে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের নৌকার প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান সংসদ সদস্য গোলাম ফারুক পিংকু খ্রিষ্টানদের উপাসনালয় গির্জায় গিয়ে ফাদার জেরম ডি রোজারিও'র সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এতে উপস্থিতছিলেন লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, আওয়ামী লীগ নেতা শাহজাহান কামাল, রাসেল মাহমুদ মান্না, নজরুল ইসলাম ভুলু, সদর উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মামুনুর রশিদ, শ্রমিক লীগ নেতা ইউছুফ পাটওয়ারী, যুবলীগ নেতা রেজাউল করিম জেনি, রাকিব হোসেন লোটাস, ইবনে জিসাদ আল নাহিয়ান, গির্জা কমিটির সভাপতি লিমা ফিনি ও সাধারণ সম্পাদক পল ফিনি।
জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু এমপি বলেন, 'ধর্ম যার যার, উৎসব সবার' এটাই বাস্তব৷ যীশু খ্রিষ্টের জন্মদিন খ্রিষ্টানদের সবচেয়ে বড় অনুষ্ঠান৷ এ অনুষ্ঠানে আসতে পেরে আমি আনন্দিত৷ সৃষ্টিকর্তা সকলের মঙ্গল করুন।
লক্ষ্মীপুর এস.টি জোসেফ চার্চের ফাদার জেরম ডি রোজারিও বলেন, সৃষ্টিকর্তার মহিমা প্রচারের মাধ্যমে মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতেই প্রভু যিশুর পৃথিবীতে আগমন ঘটেছিল। মঙ্গল কামনা আর শান্তির প্রার্থনার মধ্য আমরা বড়দিন পালন করছি। প্রার্থনা করছি, সৃষ্টিকর্তা যেন সকলকে শান্তিতে রাখে।