শিরোনাম
জয়পুরহাট, ২৫ ডিসেম্বর, ২০২৩ (বাসস): জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশ গ্রহণে "হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা" শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা আজ সোমবার সকাল সাড়ে ১০ টায় স্থানীয় সার্কিট হাউসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ প্রেস কাউন্সিল দিন ব্যাপী ওই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম । প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী। বাংলাদেশ প্রেস কাউন্সিলের সুপারিন্টেন্ডেন্ট সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার, সদ্য পুলিশ সুপার হিসেবে পদন্নোতি প্রাপ্ত কে এম এ মামুন খান চিশতি, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহীউদ্দীন জাহাঙ্গীর।
কর্মশালার প্রথম সেশনে সাংবাদিকতার নীতিমালা এবং প্রেস কাউন্সিল প্রণীত আচরণবিধি নিয়ে আলোচনা করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব ও বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার। ২য় সেশনে প্রেস কাউন্সিল অ্যাক্ট ১৯৭৪ এর আলোকে সাংবাদিকদের করণীয় বিষয়ে আলোচনা করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম।
জেলার দায়িত্ব পালনকারী প্রিন্ট ও ইলেকট্রনিক মাধ্যমের ৪০ জন সাংবাদিক এ কর্মশালায় অংশ গ্রহণ করেন।