শিরোনাম
নড়াইল, ২৫ ডিসেম্বর, ২০২৩ (বাসস) : মাশরাফী বিন মোর্ত্তজার সৌজন্যে নড়াইলের লোহাগড়ায় দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় লোহাগড়া উপজেলার মোল্যার মাঠে এই মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের চেয়ারম্যান ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা।
লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, সাধারন সম্পাদক ও লোহাগড়া পৌরসভার মেয়র সৈয়দ মশিয়ূর রহমান,স্বাচিপ নেতা অধ্যাপক ডা. ওয়াহিদুর রহমান, অধ্যাপক জাহাঙ্গীর আলম, ডা. সুজিত কুন্ডু ও নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাধারন সম্পাদক তরিকুল ইসলাম অনিক এ সময় উপস্থিত ছিলেন।
নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন ও ডক্টরস স্পেশালাইজড হাসপাতালের যৌথ আয়োজনে এই মেডিকেল ক্যাম্পে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজ, ঢাকা মেডিকেল কলেজ, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল, খুলনা মেডিকেল কলেজ, নড়াইল সদর হাসপাতাল ও লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সের ৪০ জন মেডিসিন, ক্যান্সার, অর্থপেডিক্স, গাইনী, নিউরোলজি, ইউরোলজি, হার্ট, সার্জারী, নাক-কান-গলা, ডেন্টাল, শিশু রোগ এবং চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাক্তার আনুমানিক ৫ হাজার রোগীকে বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। সেবার পাশাপাশি এসময় রোগিদের মধ্যে ফ্রি ঔষধও বিতরণ করা হয়।