বাসস
  ২৫ ডিসেম্বর ২০২৩, ১৬:০৮

সিটি গ্রুপের চেয়ারম্যানের মৃত্যুতে সালমান এফ রহমানের শোক

ঢাকা, ২৫ ডিসেম্বর, ২০২৩ (বাসস) : বিশিষ্ট ব্যবসায়ী সিটি গ্রুপ ও সময় টেলিভিশনের চেয়ারম্যান ফজলুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, এমপি।
ফজলুর রহমান দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, ১ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শোকবার্তায় উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, ‘ফজলুর রহমানের অনেক স্বপ্ন ছিল। বাংলাদেশের শিল্প-বাণিজ্য, অর্থনীতির বিকাশসহ একজন সফল শিল্পোদ্যোক্তা হিসেবে তার অবদান সবাই স্মরণে রাখবে।
শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবার, বন্ধু-বান্ধব ও গুনগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় সালমান এফ রহমান এমপি  আরো উল্লেখ করেন, মরহুম ফজলুর রহমান এর মৃত্যু তার পরিবার ও আত্মীয়-স্বজনদের জন্য মেনে নেয়া খুবই কষ্টকর। মহান রাব্বুল আ’লামিন তার পরিবারকে এই শোক ও কষ্ট সহ্য করার ধৈর্য্যশক্তি দান করুন।