বাসস
  ২৫ ডিসেম্বর ২০২৩, ১৬:৫৯

নসরুল হামিদের পক্ষে পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ঢাকা, ২৫ ডিসেম্বর, ২০২৩ (বাসস) : দ্বাদশ জাতীয় নির্বাচনে কেরানীগঞ্জ-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী নসরুল হামিদের পক্ষে পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দক্ষিণ কেরানীগঞ্জ বসুন্ধরা রিভারভিউ মহানগর কনভেনশন সেন্টার, ঢাকায় এ প্রশিক্ষণ কর্মশালা ও দলীয় প্রচারণা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।  
কর্মশালায় প্রশিক্ষকরা অংশগ্রহণকারীদের ভোটের দিনে তাদের কার্যক্রম সম্পর্কে সম্মুখ ধারণা প্রদান করেন। একজন ভোটার বৈধ নাকি বৈধ না- সে সম্পর্কে ধারণা দেওয়া হয়।এছাড়া ব্যালট পেপারের ব্যবহার, ভোটার তালিকায় নাম না থাকলে কি করতে হবে, শারীরিকভাবে অক্ষম ভোটাররা কিভাবে ভোট প্রদান করবেন- সে বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়।
ষষ্ঠ দফায় অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় মোট ২৫২ জন পোলিং এজেন্ট অংশগ্রহণ করেন। এবারের আয়োজনে শুধু কোন্ডা ইউনিয়নের পোলিং এজেন্টরা অংশ নেন।
প্রশিক্ষণ কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদ, সাধারণ সম্পাদক ম.ই মামুন, ঢাকা জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ জসিম মাহমুদ, কোন্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাফর ইকবাল বাপ্পি, সাধারণ সম্পাদক ইমরাজ হোসেন সোহাগ, চেয়ারম্যান সাইদুর রহমান চৌধুরী ফারুকসহ অনেকে।
এবারের ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৩ সংসদীয় আসন থেকে নৌকা মার্কায় নসরুল হামিদ ছাড়াও জাতীয় পার্টিসহ মোট ৭জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আসনটিতে মোট ভোটার রয়েছে প্রায় সাড়ে ৩ লাখ।