বাসস
  ২৬ ডিসেম্বর ২০২৩, ১৪:৩৮

চট্টগ্রামের বাঁশখালী থেকে নৌকার প্রার্থী মোস্তাফিজের বিরুদ্ধে আদালতে মামলা

চট্টগ্রাম, ২৬ ডিসেম্বর, ২০২৩ (বাসস) : মনোনয়নপত্র জমার দিনে সাংবাদিককে মারধর ও নাজেহালের অভিযোগে চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে মামলা হয়েছে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী বাঁশখালীর নির্বাচনী কর্মকর্তা হারুন মোল্লা বাদী হয়ে আজ মঙ্গলবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেব-এর আদালতে মামলাটি দায়ের করেন। 
মোস্তাফিজুর রহমান গত ৩০ নভেম্বর সকাল সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে গেলে আচরণবিধি লঙ্ঘন প্রসঙ্গে প্রশ্ন করেন ইন্ডিপেন্ডেন্ট টিভির স্টাফ রিপোর্টার রাকিব উদ্দিন। প্রশ্ন শুনেই এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরী ওই সাংবাদিককে ঘুষি মারেন। এক পর্যায়ে ক্যামেরা ট্রাইপড ও বুম কেড়ে নিয়ে ছুড়ে ফেলে দেন। উপস্থিত সাংবাদিকরা এ ঘটনার প্রতিবাদ করলে মোস্তাফিজুর রহমানের সঙ্গে থাকা নেতাকর্মীরাও তাদের সঙ্গে হাতাহাতিতে লিপ্ত হন। পরে এমপি দ্রুত গাড়িতে উঠে চলে যান। 
এ বিষয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান অনুপম শীল ওই দিনই নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও দ্বিতীয় যুগ্ম জেলা জজ আবু সালেম মো. নোমানের কাছে লিখিতভাবে অভিযোগ দেন। বিকেলেই অভিযোগকারী ও ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের ডেকে তাদের অভিযোগের ব্যাপারে বিস্তারিত জানতে চান বিচারক। এরপরই সংসদ সদস্য প্রার্থী মোস্তাফিজুর রহমানের কাছে ব্যাখ্যা তলব করেন আদালত। দু’দিন পর মোস্তাফিজুর রহমানের পক্ষে তার প্রতিনিধি অভিযোগের ব্যাপারে জবাব দেন। আবু সালেম মো. নোমান উভয়পক্ষের জবাব শুনে কমিশনে প্রতিবেদন পাঠান। কমিটির অনুসন্ধান প্রতিবেদনে মোস্তাফিজুর রহমান চৌধুরীর বিরুদ্ধে সাংবাদিককে গালিগালাজ ও মারধর করে মাটিতে ফেলার ও প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগের সত্যতা পাওয়া যায়। 
নির্বাচন কমিশনকে দেওয়া কমিটির প্রতিদেনে বলা হয়, মোস্তাফিজুর রহমান চৌধুরী ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮’-এর ৮(খ) বিধি লঙ্ঘন করেছেন। এর ভিত্তিতে নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব মো. আবদুছ সালাম স্বাক্ষরিত এক চিঠিতে বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তাকে মামলা দায়েরে ইসির সিদ্ধান্ত জানানো হয়।
জেলা পিপি এডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বাসস’কে জানান, ‘নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন এবং সাংবাদিককে মারধর ও নাজেহালের অপরাধে নির্বাচনী আচরণ বিধি আইনের ৮(খ) ধারায় মোস্তাফিজুর রহমান এমপির বিরুদ্ধে মামলা হয়েছে আজ সকাল ১০ টায়। মামলায় তিনি ছাড়াও অজ্ঞাতনামা আরো ২০-৩০ জনকে আসামি করা হয়েছে। আদালত বাদী হারুন মোল্লার জবানবন্দি গ্রহণ করেন ও অপরাধ আমলে নিয়ে মোস্তাফিজুর রহমান ও অপরাপর আসামিদের বিরুদ্ধে সমন জারি করেন। একই সাথে আগামী ৩ জানুয়ারির মধ্যে তাকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়।’ 
জেলা পিপি জানান, ‘আমরা সমনটি আজই প্রেরণের ব্যবস্থা নেবো। এমপি মোস্তাফিজ ৩ জানুয়ারির মধ্যে সশরীরে হাজির না হলে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে।’
৭ জানুয়ারি নির্বাচনের পূর্বে এ প্রার্থীর বিরুদ্ধে আদালত কোনো ব্যবস্থা নেবেন কি না জানতে চাইলে পিপি বলেন, ‘তাকে আদালত ৩ জানুয়ারি পর্যন্ত সময় দিয়েছেন। এ সময়ের মধ্যে হাজির হয়ে আইনী ও গ্রহণযোগ্য ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে আদালত পরবর্তী ধাপে যাবেন। তবে নির্বাচনী আইনে নির্বাচন কমিশন পদক্ষেপ নিতে পারেন।’
উল্লেখ্য, মোস্তাফিজুর রহমান চৌধুরী চট্টগ্রামের বাঁশখালী আসন থেকে তৃতীয়বারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। ২০১৪ ও ২০১৮ সালেও তিনি এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।