বাসস
  ২৬ ডিসেম্বর ২০২৩, ১৬:০৫

বগুড়ার শাজাহানপুরে তথ্য আপার উঠান বৈঠক

বগুড়া, ২৬ ডিসেম্বর, ২০২৩ (বাসস) : ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে বগুড়ার শাজাহানপুরে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়নে তথ্য আপা ২য় পর্যায়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় জেলার সাজাপুর মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মাঠে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
উপজেলার তথ্য কেন্দ্রে আয়োজিত উঠান বৈঠকে নারীর ক্ষমতায়ন, তথ্য আপার কার্যক্রম, বাল্যবিবাহ ও জন্মনিবন্ধনের গুরুত্ব নিয়ে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিদা আক্তার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মোহাম্মদ অনিক ইসলাম।
উপজেলা তথ্যসেবা কর্মকর্তা আফছানা আফরিনের সার্বিক ব্যবস্থাপনায় বৈঠকে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা লিয়াকত আলী, মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা আব্দুল কাফি, বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান ও সহকারী শিক্ষক আতিকুল ইসলাম।
পরে বৈঠকে উপস্থিত নারীদের অগ্নি প্রতিরোধ, নির্বাপন বিষয়ে সচেতনতা বাড়াতে অগ্নি নির্বাপক মহড়ার আয়োজন করেন শাজাহানপুর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ও য়্যারহাউজ ইনসপেক্টর মো. আশরাফুল ইসলাম।