বাসস
  ২৬ ডিসেম্বর ২০২৩, ২০:২০

২০২১ সাল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ড হিসেবে ১ কোটি ৫ লাখ টাকা দেয়া হয়েছে 

ঢাকা, ২৬ ডিসেম্বর, ২০২৩ (বাসস) : প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের মাধ্যমে ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত ৩৫ জন শিক্ষার্থীকে বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ড হিসেবে ১ কোটি ৫ লাখ টাকা প্রদান করা হয়েছে।   
‘বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার নির্বাচন ও অ্যাওয়ার্ড প্রদান নির্দেশিকা, ২০২২’ অনুযায়ী দেশের সকল সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত ১৬টি অধিক্ষেত্রের ২২ জন অনন্য মেধাবী শিক্ষার্থীকে স্বীকৃতি ও উৎসাহ প্রদানের লক্ষ্যে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। অ্যাওয়ার্ড প্রাপ্তদেরকে প্রধানমন্ত্রীর স্বাক্ষরিত সনদপত্র, ৩ লাখ টাকার চেক ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, জাতির পিতার জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় কমিটি এবং জাতীয় বাস্তবায়ন কমিটির সিদ্ধান্ত মোতাবেক মুজিব শতবর্ষ উপলক্ষ্যে ২০২১ সাল থেকে এ অ্যাওয়ার্ড প্রদান করা হচ্ছে।