শিরোনাম
রাঙ্গামাটি,২৭ ডিসেম্বর ,২০২৩(বাসস): জেলায় আজ পরিচ্ছন্ন গ্রাম, পরিচ্ছন্ন শহর বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসনের উদ্যোগে সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) এস এম ফেরদৌস ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সাইফুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য হাজী মো: কামাল উদ্দিন, পৌরসভা কাউন্সিলর পুলক দে, পৌরসভার কনজারভেন্সি সুপার ভাইজার বিপ্লব তালুকদার, রানীদয়াময়ী স্কুলের প্রধান শিক্ষক রণতোষ মল্লিক, প্রতিবন্ধী স্কুলের সাধারণ সম্পাদক মো: নুরুল আবছার প্রমুখ।
সভায় পর্যটন শহর রাঙ্গামাটিকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে সকলের সহযোগিতা কামনা করা হয়।