বাসস
  ২৭ ডিসেম্বর ২০২৩, ১২:০৬
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ১৩:১৪

‘দক্ষ ও স্মার্ট প্রশাসন’ গড়ে তুলবে আওয়ামী লীগ

ঢাকা, ২৭ ডিসেম্বর, ২০২৩ (বাসস) : নির্বাচিত হয়ে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় গেলে নাগরিককেন্দ্রিক, স্বচ্ছ, জবাবদিহিমূলক, জ্ঞানভিত্তিক, কল্যাণমুখী, সমন্বিত দক্ষ ‘স্মার্ট প্রশাসন’ গড়ার মাধ্যমে জনগণকে উন্নত ও মানসম্মত সেবা প্রদান ও সুশাসন প্রতিষ্ঠা করবে।
আজ সকালে হোটেল সোনারগাঁওয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঘোষিত ইশতেহারে একথা বলেন দলীয় প্রধান শেখ হাসিনা।
তিনি বলেন, মেধার ভিত্তিতে নিয়োগের মাধ্যমে দক্ষ, উদ্যোগী, তথ্য-প্রযুক্তি নির্ভর, দুর্নীতিমুক্ত দেশপ্রেমিক ও জনকল্যাণমুখী প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলার প্রচেষ্টা চলমান থাকবে বলে ইশতেহারে উল্লেখ করা হয়।