শিরোনাম
ভোলা, ২৮ ডিসেম্বর, ২০২৩(বাসস): জেলা সদরে বিজয় উৎসব ২০২৩ উদযাপন করা হয়েছে। ’আমার দেশ সন্ত্রাস-সাম্প্রদায়িকতা মুক্ত বাংলাদেশ’ এ প্রতিপাদ্য নিয়ে বুধবার রাতে শহরের বাংলা স্কুল মাঠের ভাসাণী মঞ্চে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ উৎসবের আয়োজন করে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।
বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের নির্বাহী সদস্য মশিউর রহমান পিংকুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আবৃত্তি সমন্বয় পরিষদের নির্বাহী সদস্য ও জেলা আবৃত্তি সংসদের সভাপতি শামস উল আলম মিঠু, সাংবাদিক নেয়ামত উল্লাহ, আবৃত্তি সংগঠন কাব্যাঙ্গনের পরিচালক অতনু করঞ্জাই, আবৃত্তি একাডেমি ভোরের পাখির সভাপতি শারমিন জাহান শ্যামলী, ভোলা থিয়েটার এর সাধারণ সম্পাদক আবিদুল আলম পঞ্চমুখ।
এসময় প্রধান অতিথি বলেন, আমরা সাম্প্রদায়িকতা মুক্ত বাংলাদেশ চাই। আমাদের প্রজন্ম কোন হানাহানি, সন্ত্রাস, ধ্বংসাত্মক অগ্নিসংযোগ দেখতে চায় না। আমরা শান্তি চাই। তাই শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
পরে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে একক আবৃত্তি, দলীয় আবৃত্তি, জাগরণের গান ও নৃত্য পরিবেশনা অনুষ্ঠিত হয়।