বাসস
  ২৮ ডিসেম্বর ২০২৩, ১৬:২৩

হবিগঞ্জে তরুণ-তরুণীদের দেয়া হল ইন্টেরিয়ার ডিজাইন ব্যবহারের প্রশিক্ষণ

হবিগঞ্জ, ২৮ ডিসেম্বর, ২০২৩ (বাসস):  হারিয়ে যাওয়া সুপ্রাচীন টেরাকোটা ও মৃৎ শিল্পকে নতুন প্রজন্মের সাথে পরিচয় ঘটানো ও টেরাকোটা ও মৃৎ শিল্পকে আধুনিক ইন্টেরিয়র ডিজাইনে ব্যবহারের উদ্যোগ হিসেবে হবিগঞ্জ চারুকলা একাডেমি আয়োজন করেছে টেরাকোটা নির্মাণ কর্মশালা-২০২৩। সহযোগী সংগঠক হিসেবে পাশে ছিল আর্ট এন্ড টেকনিক্যাল ইনস্টিটিউট।
বৃহস্পতিবার দুুপরে দু’দিন ব্যাপী টেরাকোটা নির্মাণ কর্মশালা শেষে অংশগ্রহণকারী ৩৫ প্রশিক্ষনার্থীর হাতে তুলে দেয়া হয় সনদপত্র। হবিগঞ্জ বৃন্দাবন সরকারী কলেজের সহকারী অধ্যাপক ড. সুভাষ চন্দ্র দেব প্রধান অতিথি হিসাবে এই সনদপত্র বিতরণ করেন। 
এর আগে গতকাল বুধবার কর্মশালাটির উদ্বোধন করেন হবিগঞ্জ চারুকলা একাডেমির উপদেষ্টা অলক দত্ত বাবু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিগঞ্জ চারুকলা একাডেমির অধ্যক্ষ আশীষ আচার্য ও টেরাকোটা নির্মাণ কর্মশালার প্রধান প্রশিক্ষক শিল্পী লিটন শীল।