বাসস
  ২৮ ডিসেম্বর ২০২৩, ১৮:১৯

নাটোরের চলনবিল এলাকায় ছয়টি ঘুঘু পাখি অবমুক্ত 

নাটোর, ২৮ ডিসেম্বর ২০২৩ (বাসস): জেলার সিংড়া উপজেলার চলনবিল এলাকায় আজ খাঁচা বন্দি থেকে ছয়টি ঘুঘু পাখিকে উদ্ধারের পর অবমুক্ত করা হয়েছে। 
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের প্রশাসনিক ভবন চত্বরে ঘুঘু পাখিগুলো অবমুক্ত করেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা খাতুন। 
এ ঘটনায় অভিযুক্ত পাখি বিক্রেতা মাহমুদ আলী ‘আর কখনো পাখি বিক্রি করবেন না’- এই মর্মে মুচলেকা দিয়েছেন। 
চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে স্থানীয় পরিবেশ কর্মিরা সিংড়া পৌরসভার মুরগীহাটি বাজারে বিক্রির সময় ঘুঘু পাখিগুলো উদ্ধার করেন।