বাসস
  ২৮ ডিসেম্বর ২০২৩, ১৯:৩৮

সুনামগঞ্জে দুর্যোগ মোকাবেলা প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জ, ২৮ ডিসেম্বর, ২০২৩ (বাসস): দুর্যোগ মোকাবেলায় সৌহার্দ্য ডি.আর.আর অ্যাক্টিভিটির অবহিতকরণ সভা আজ সুনামগঞ্জে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার  সকালে সুনামগঞ্জের সার্কিট হাউজের হলরুমে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. মিজানুর রহমান। জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিক ও এনজিও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সভাটির পরিচালনায় ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রেজাউল করিম। সভায় উক্ত প্রকল্পের প্রেজেন্টেশন দেন কেয়ার বাংলাদেশ এর সিনিয়র প্রোগ্রাম কো-অর্ডিনেটর পলাশ মন্ডল। ঢাকা আহ্ছানিয়া মিশনের উদ্যোগে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।