বাসস
  ২৯ ডিসেম্বর ২০২৩, ১১:২৭

বড়দিন উপলক্ষে কাপ্তাইয়ে খ্রিস্টান সম্প্রদায়ের শুভেচ্ছা বিনিময় সভা

রাঙ্গামাটি, ২৯ ডিসেম্বর, ২০২৩ (বাসস): শুভ বড়দিন উপলক্ষে জেলার কাপ্তাইয়ের চন্দ্রঘোনায় শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৯টায় চন্দ্রঘোনা ব্যাপ্টিস্ট চার্চ হলরুমে খ্রিস্টান সম্প্রদায়ের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।
চন্দ্রঘোনা খ্রিস্টান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খেয়াং’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
এ সময় উপস্থিত ছিলেন- সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি  অংসুই প্রু চৌধুরী,জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মিন্টু মারমা, কাপ্তাই উপজেলা চেয়ারম্যান মো. মফিজুল হক, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল, যুগ্ম-সম্পাদক মনসুর আহম্মেদ মান্না, জেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক মো. শাহজাহান প্রমুখ।
শুভেচ্ছা বিনিময় শেষে বড়দিন উপলক্ষে অতিথিবৃন্দ কেক কাটেন।