বাসস
  ৩০ ডিসেম্বর ২০২৩, ১১:০৫

জয়পুরহাটে গানের সুরে জমে উঠেছে সংসদ নির্বাচনী প্রচারণা

জয়পুরহাট, ৩০ ডিসেম্বর, ২০২৩ (বাসস): জমে উঠেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। জয়পুরহাটের সংসদীয়  দুটি আসনেই চলছে প্রার্থীদের গানের সুরে জমজমাট প্রচারণা। জয়পুরহাটে  সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন করতে আইনশৃংখলা বাহিনীর সদস্যরাও তৎপর রয়েছে।   
জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম জানান,  জয়পুরহাট সদর ও পাঁচবিবি উপজেলা নিয়ে ১ আসন গঠিত। এখানে অংশগ্রহণ করা ৭ জন প্রার্থীর মধ্যে আওয়ামীলীগ, জাতীয় পার্টি, তৃণমূল বিএনপি, এনপিপি’র দলীয় প্রার্থীসহ স্বতন্ত্র প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। বর্তমান সংসদ সদস্য  আওয়ামীলীগের  প্রার্থী  নৌকা প্রতীকের এ্যাড: সামসুল আলম দুদু ছাড়াও রয়েছেন রয়েছেন  স্বতন্ত্র প্রার্থী  কাঁচি প্রতীকের আব্দুল আজিজ মোল্লা ,  ট্রাক প্রতীকের এ কে এম রায়হান মন্ডল মনু , জহুরুল ইসলামের ( ঈগল), জাতীয় পার্টির একেএম মোয়াজ্জেম হোসেন (লাঙ্গল) এবং ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো: রুকুনুজ্জামান (আম), তৃণমুল বিএনপির মনোনিত প্রার্থী মো: মাসুম  (সোনালী আঁশ ) ।
জেলার  কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলা নিয়ে জয়পুরহাট-২ আসন গঠিত।  এখানে প্রতিদ্বদ্বিতা করছেন ৮ জন প্রার্থী ।  আওয়ামীলীগের প্রার্থী বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন ।  অন্যান্য প্রতিদ্বন্দিবী দলীয়  প্রার্থীরা হচ্ছেন ন্যাশনাল পিপলস পার্টির  আবু সাঈদ ( আম), জাতীয় সমাজতান্ত্রিক দলের আবুল খায়ের মো: সাখাওয়াত হোসেন ( মশাল ), বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী মো: নয়ন ( ডাব ) , জাতীয় পার্টি মনোনীত আবু সাঈদ নুরুল্লাহ (লাঙ্গল) এবং স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে  রয়েছেন  গোলাম মাহফুজ চৌধুরী অবসর (কাঁচি), আব্দুর রাজ্জাক সরদার ( ঈগল ) ও  আতোয়ার রহমান ( ট্রাক )।  ভোটারদের আকৃষ্ট করতে প্রতিদিনই পাল্টে যাচ্ছে প্রার্থীদের প্রচারণা ও  গণসংযোগের ধরন। দিনে রাতে ভোটারদের দরজায় কড়া নাড়ছেন তারা। ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশের ছোঁয়া লেগেছে এবারের প্রচারণায়। বিভিন্ন গানের সুরে প্রার্থীদের  ডিজিটাল প্রচারণার পাশাপাশি  ফেসবুক, ইউটিউবসহ সামাজিক যোগাযোগ মাধ্যমেও  চলছে সরব প্রচারণা। কর্মী-সমর্থকরা  প্রত্যন্ত অঞ্চল ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে পাড়া মহল্লায় ঘুরে ঘুরে নিজ প্রার্থীর পক্ষে  লিফলেট বিতরণ করছেন। আবার রাস্তার মোড়ে মোড়ে করছেন কর্মী সভা। পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে শহরের অলি গলি থেকে  মাঠ ঘাট পাড়া মহল্লা। পাশাপাশি চলছে মাইকিং। এবারের মাইকে প্রচারের সময়সীমা হচ্ছে  দুপুর ২ টা থেকে রাত ৮ টা পর্যন্ত। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক ভোট গ্রহণ এলাকায় আইনশৃংখলা স্বাভাবিক রাখতে আইনশৃংখলা বাহিনীর সদস্যদের সহযোগিতা করার জন্য  ২৯ ডিসেম্বর থেকে জেলার পাঁচ উপজেলাতেই বিজিবি’র ক্যম্প স্থাপন  করা হয়েছে। প্রতি উপজেলায় ২ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন বলে জানান, জয়পুরহাট ২০ বিজিবি’র  অধিনায়ক  লে: কর্ণেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূইয়া।