শিরোনাম
শরীয়তপুর, ৩০ ডিসেম্বর, ২০২৩ (বাসস) : “প্রবাসীর কল্যাণ মর্যাদা-আমাদের অঙ্গীকার, স্মার্ট বাংলাদেশ গড়ায় তারাও সমান অংশীদার” প্রতিপাদ্যে শরীয়তপুরে জেলা প্রশাসনের আয়োজনে শরীয়তপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সহযোগিতায় জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ শনিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে জেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) পিংকি সাহার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মাইনউদ্দিন, শরীয়তপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অদ্যক্ষ প্রকৌশলী মো: মোস্তাফিজুর রহমান, জেলা তথ্য অফিসার শাহীন মিয়া, সহকারি কমিশনার (প্রবাসী কল্যাণ শাখা) আব্দুল্লাহ আল মামুন।
র্যালি ও আলোচনা সভায় জেলার বিভিন্ন ব্যাংক কর্মকর্তাগন, বেসরকারি উন্নয়ন সংস্থা প্রধানগন, উদ্যোক্তাগণ ও প্রবাসীগন অংশগ্রহণ করেন।