শিরোনাম
বগুড়া, ৩০ ডিসেম্বর ২০২৩ (বাসস) : জেলায় আজ ‘জাতীয় প্রবাসী দিবস ২০২৩’ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ শনিবার বেলা ১১ টায় একটি র্যালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহর প্রদক্ষিন শেষে একইস্থানে গিয়ে শেষ হয়।
র্যালীতে নেতৃত্ব দেন বগুড়ার জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ শফিউল আজম, অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ ও উন্নয়ন) মো. মেজবাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মো. আতিকুর রহমান প্রমুখ।