বাসস
  ৩০ ডিসেম্বর ২০২৩, ১৭:১৫

সারাদেশে প্রবাসী আয়ে নবম স্থানে ফেনী জেলা

ফেনী, ৩০ ডিসেম্বর, ২০২৩ (বাসস) : প্রবাসীদের পাঠানো ডলারের পরিমাণ বিবেচনায় সারাদেশে ফেনী নবম স্থানে রয়েছে। ২০২২-২৩ অর্থবছরে দেশে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স জেলাভিত্তিক পর্যালোচনায় ফেনীর প্রবাসীরা ৫৫৫ দশমিক ১ মিলিয়ন ডলার দেশে পাঠিয়েছে।
আজ শনিবার দুপুরের দিকে ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় প্রবাসী দিবসের আলোচনায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন- স্থানীয় সরকার ফেনীর উপ-পরিচালক গোলাম মো. বাতেন, সভাপতিত্ব করেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অভিষেক দাশ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শফিকুর রেদোয়ান আরমান শাকিল। সভা শেষে ২০২২-২৩ অর্থবছরে সর্বাধিক রেমিটেন্স পাঠানো তিন প্রবাসীর পরিবারকে ক্রেস্ট প্রদানের মাধ্যমে সম্মাননা জানানো হয়।
সহকারি কমিশনার ও নির্বাহি ম্যাজিস্ট্রেট মাশিয়াত আকতারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন- জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারি পরিচালক নীহার কান্তি খীসা। তিনি জানান, ২০২২-২৩ অর্থ বছরে দেশে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স জেলাভিত্তিক পর্যালোচনায় এই তথ্য পাওয়া গেছে। একই অর্থবছরে ফেনীর প্রবাসীরা ৫৫৫ দশমিক ১ মিলিয়ন ডলার দেশে পাঠিয়েছে।
প্রবাসী ফেনীর সংখ্যা প্রসঙ্গে তিনি জানান, ২০০৫ সাল হতে এ পর্যন্ত ৩ লাখ ১৭ হাজার ১২০ জন কর্মসূত্রে বিদেশ পাড়ি দিয়েছেন। এদের মধ্যে মহিলা কর্মী রয়েছেন ২৫১ জন। ২০২২ সালে কর্মসূত্রে ফেনী হতে প্রবাসে গেছে ২৬ হাজার ৩৭১ জন কর্মী।
আলোচনা সভার পূর্বে প্রবাসী দিবস উপলক্ষে শোভাযাত্রা ও সেবামূলক মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার।