শিরোনাম
হবিগঞ্জ, ৩০ ডিসেম্বর, ২০২৩ (বাসস): জেলা সদর উপজেলার রিচি গ্রামে হবিগঞ্জ-লাখাই সড়কে ব্যাটারি চালিত ইজিবাইক দুর্ঘটনায় অরবিন্দ্র দাস (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। শনিবার দুপুরে এই ঘটনা ঘটে।
নিহত অরবিন্দু দাস জেলার লাখাই উপজেলার ভবানীপুর গ্রামে মৃত অভয় চরণ দাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে রিচি থেকে একটি টমটম হবিগঞ্জ শহরে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে অরবিন্দ দাস গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ সদর থানার ওসি অজয় চন্দ্র দেব জানান, নিহতের মরদেহ হাসপাতালে আছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।