বাসস
  ৩০ ডিসেম্বর ২০২৩, ১৯:৪৭

হবিগঞ্জে এফবিসিসিআই ও জেলা চেম্বারের  শীতবস্ত্র বিতরণ

হবিগঞ্জ, ৩০ ডিসেম্বর ২০২৩ (বাসস) : জেলার সদর উপজেলায় আজ এফবিসিসিআই এবং হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে তিনটি সরকারী আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের মধ্যে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করা হয়েছে। 
আজ শনিবার দুপুরে সদর উপজেলার দীগলবাগ, পইল ও রতনপুর গ্রামে অবস্থিত আশ্রয়ন প্রকল্পের দুইশ’ পরিবারের মধ্যে এসব কম্বল বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে হবিগঞ্জ চেম্বারের প্রেসিডেন্ট মিজানুর রহমান শামীম-এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম।
এসময় হবিগঞ্জ চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবু হেনা মোস্তফা কামাল, পরিচালক মশিউর রহমান শামীম, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহ ফখরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।