শিরোনাম
নীলফামারী, ৩০ ডিসেম্বর ২০২৩ (বাসস) : দেশে অর্থ মন্ত্রনালয়ের অধীনে পরিচালিত ‘স্কিল ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম’ (এসইআইপি) প্রকল্পের আওতায় আটলাখ বেকার যুবককে দক্ষ হিসেবে গড়ে তোলা হয়েছে।তাদের মধ্যে মধ্যে দুইলাখ নারীও রয়েছেন।
আজ শনিবার বিকেল চারটায় নীলফামারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের নীলাচল সম্মেলন কক্ষে প্রশিক্ষিত যুব-নারীদের কর্মসংস্থান বিষয়ক কর্মশালায় এসব তথ্য জানান অনুষ্ঠানে প্রধান অতিথি প্রকল্পের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) ফাতেমা রহিম ভীনা।
নীলফামারী টিটিসি অধ্যক্ষ প্রকৌশলী জিয়াউর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপ-নির্বাহী প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) মাহফুজুল আলম খান ও উপ-নির্বাহী প্রকল্প পরিচালক শরিফুল ইসলাম।
অতিরিক্ত সচিব ফাতেমা রহিম ভীনা বলেন, ২০১৪ সাল থেকে প্রকল্পটির আওতায় সারাদেশে বেকার যুবদের প্রশিক্ষিত হিসেবে গড়ে তোলার উদ্যোগ করা হয়। এ পর্যন্ত আটলাখ যুব প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন কর্মসংস্থানে সম্পৃক্ত হয়েছেন। প্রকল্পটির মেয়াদ ডিসেম্বরে শেষ হলেও নতুনভাবে জানুয়ারি থেকে অন্য নামে বড় পরিসরে কার্যক্রম শুরু করবে। এরফলে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দক্ষ জনশক্তি তৈরি হবে’।
পরে, প্রধান অতিথি এসইআইপি প্রকল্পের সেরা প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় সম্মাননা ক্রেস্ট নীলফামারী টিটিসি’র অধ্যক্ষ ও কর্মকর্তা-কর্মচারীদের হাতে তুলে দেন।
এদিন কর্মশালায় বিভিন্ন-শ্রেণি পেশার ৫০জন অংশগ্রহণ করেন।